ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

কালীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

নিজস্ব  সংবাদদাতা লালমনিরহাট 

প্রকাশিত: ১২:৫৯, ২০ নভেম্বর ২০২৪

কালীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

লালমনিরহাটের কালীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।


বুধবার সকালে কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনা ও বাংদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের সার্বিক সহযোগীতায় চামটাহাট তালিমুল কুরআন নূরানী একাডেমি মাদ্রাসা প্রাঙ্গনে ৪৩ জন ক্ষতিগ্রস্থ্য কৃষকের মাঝে ৫০ কেজি টিএসপি,৫০ কেজি ইউরিয়া,৫ কেজি জিপসাম,১ কেজি জিংক সালফেট,১ কেজি দানাদার বিষ, ১ কেজি সলুলার বোরন, বিতরন করা হয়। এসময় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, মদাতি ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান আবদুল কাদের, ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব সদস্য আব্দুল্লাহ জুলকারনাঈন, ইমরান উদ্দিন ফারুকি,দিদারুল ইসলাম ইমরান উপস্থিত ছিলেন। ক্লাব সদস্য আব্দুল্লাহ জুলকারনাঈন, জানান, উত্তরবঙ্গ বরাবরই অবহেলিত বিষয়টি জেনে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেদের পাশে থাকার প্রত্যয়ে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব আসন্ন ভূট্টা মৌসুমে ভুট্টা বীজসহ জমিতে প্রয়োজনীয় সার বিতরন করা হয়েছে। যাতে তারা ক্ষতি পুষিয়ে উঠতে পারেন। 
 

জাফরান

×