ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

প্রকাশিত: ১১:২১, ২০ নভেম্বর ২০২৪

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) খুচরায় প্রতি ১০ গ্রামে দুই হাজারের বেশি বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে । অন্যদিকে রূপার বাজার অপরিবর্তিত আছে।স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ি ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি ১০ গ্রাম স্বর্ণের মূল্য এক লাখ ১৭ হাজার ৮৪০ টাকা, ২১ ক্যারেট প্রতি ১০ গ্রাম এক লাখ ১২ হাজার ৪৮০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ১০ গ্রাম ৯৬ হাজার ৪১০ টাকা এবং সনাতন প্রতি ১০ গ্রাম ৭৯ হাজার ১২০ টাকা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ উপলক্ষে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০ নভেম্বর (বুধবার) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

জাফরান

×