ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

অপরাধ নির্মূলে প্রয়োজন তরুণদের সাংস্কৃতিক জাগরণ’

সংবাদদাতা, জয়পুরহাট

প্রকাশিত: ০১:০২, ২০ নভেম্বর ২০২৪

অপরাধ নির্মূলে প্রয়োজন তরুণদের সাংস্কৃতিক জাগরণ’

জেলার স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক নীতি আলোচনায় বক্তারা

সমাজের অন্যায়-অপরাধ নির্মূল করতে হলে তরুণদের সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন বলে উল্লেখ করেছেন জয়পুরহাটের এক নীতি আলোচনার বক্তারা। তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি করতে পারলে তাদের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার শঙ্কা কমে যাবে বলে মনে করছেন তারা। 
সোমবার সকালে জেলার স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘জয়পুরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক নীতি আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডির অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেনের আওতায় এই আলোচনা হয়।
আলোচনায় চলচ্চিত্র পরিচালক মমতাজুর রহমান আকবর বলেন, তরুণদের বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবতে হচ্ছে। আমাদের তরুণদের এক আলোকিত ভবিষ্যতের দিকে ধাবিত করতে হলে তাদের সাংস্কৃতিক কর্মকা-ের প্রতি উৎসাহিত করতে হবে। তাহলে তারা মননে ও আচরণে আলোকিত মানুষ হতে পারবে। 
জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের সকল অপরাধ এবং অসঙ্গতি দূর করা সম্ভব বলে মন্তব্য করেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান। 
আলোচনায় জয়পুরহাট জেলা রোভার সদস্য সীমানা আক্তার বলেন, তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকা- ও খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে জানিয়ে বলেন, তরুণদেরকে বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিভিন্ন সামাজিক কর্মকা-ের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। 
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কমিউনিকেশন অফিসার সোহরাব হোসেন ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট আশিক তানভির অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহেদুল ইসলাম সাজু। 
এ সময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী রিজিওনের সিনিয়র ম্যানেজার আসমা আকতার, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি খ ম আব্দুর রহমান রনি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুল ওয়াহাব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল প্রমুখ।

×