ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বান্দরবানে অপরিকল্পিত ড্রেন নির্মাণ, পথচারীদের দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ০১:০০, ২০ নভেম্বর ২০২৪

বান্দরবানে অপরিকল্পিত ড্রেন নির্মাণ, পথচারীদের দুর্ভোগ

সদর থানা সংলগ্ন এলাকায় টাইলস করা ফুটপাত ভেঙে অপরিকল্পিত ড্রেন নির্মাণ

বান্দরবান পৌরসভায় টাইলস করা চলাচলের ফুটপাত ভেঙে অপরিকল্পিত ড্রেন নির্মাণের করণে চরমভাবে দুর্ভোগে পড়েছে চলাচলকারী স্কুল শিক্ষার্থীসহ পথচারীরা। ড্রেনগুলো বান্দরবান পৌরসভা থেকে ২০১৩-১৪ অর্থবছরে নির্মাণের পর ড্রেনের ওপরে পথচারী চলাচলের জন্য টাইলস বেষ্টিত ফুটপাত নির্মাণ করা হয়। তবে এই ড্রেনগুলো পুরোপুরি ভালো থাকা সত্ত্বেও পৌরবাসীর জলাবদ্ধতা নিরসনের অজুহাতে টাইলস করা ফুটপাতের নিচে ভালোমানের ড্রেনগুলো ভেঙে শহরের প্রধান সড়কের ট্রাফিক মোড় হতে পৌরসভা কার্যালয় পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

এ কাজগুলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। ড্রেনগুলো পুনর্নির্মাণে ঠিকাদার প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের উপস্থিতিতেই নি¤œমানের সামগ্রী ব্যবহার করে ময়লা-আবর্জনাযুক্ত পানির মধ্যে আরসিসি ঢালাই দিয়ে ড্রেন নির্মাণ হচ্ছে। এ ছাড়া পৌরসভা এলাকায় ড্রেন নির্মাণে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চলতি বছরের শুরুতেও উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা অনিয়মের অভিযোগ পেয়ে বান্দরবান বাজার এলাকায় ড্রেন পরিদর্শন করে অনিয়মের সত্যতা পেয়েছিলেন। এর পরেও টনকনড়ছে না নির্মাণ কাজের তত্ত্বাবধানে থাকা দায়িত্বশীল প্রকৌশলীদের। 
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। অনিয়ম পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হাসপাতালের সামনের ড্রেনগুলো একটু উঁচু হওয়ার কারণে পানি চলাচল করতে না পারায় সেগুলোর ওপরে অংশ ভেঙে নতুনভাবে নির্মাণ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

×