ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিটি গঠনে সরকারের আশ্বাস

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৩২, ১৯ নভেম্বর ২০২৪

তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিটি গঠনে সরকারের আশ্বাস

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও অচলাবস্থার বিষয়ে পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে ৭ কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠনের আশ^াস দিয়েছে সরকার। আর এই আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। এরপর আলোচনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয় সূত্র বলছে, এই কমিটি কলেজ থেকে বিশ^বিদ্যালয়ে রূপান্তরের জন্য সার্বিক বিষয় নিয়ে কাজ করবে।
বৈঠকে অংশ নেওয়া তিতুমীর কলজের শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্য মতিউর রহমান জানান, আলোচনায় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে। আমরা প্রস্তাবটি গ্রহণ করেছি এবং এ সময়ের জন্য আন্দোলন প্রত্যাহার করছি। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার থেকে আন্দোলন করে আসছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৪ জনের একটি প্রতিনিধিদল বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে যায়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের সংগঠক মো. জাবেদ ইকবাল। তিনি বলেন, আমাদের প্রতিনিধিরা তথ্য উপদেষ্টা নাহিদ হাসান ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। এ জন্য তারা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন। আলোচনার পর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। শিক্ষার্থী সদস্যের মধ্যে ছিলেন ১৪ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার।
এর আগে সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে গত দুই মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গত ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। তাদের আন্দোলনে রাজধানীজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তারা সরকারকে দ্রুত এ সমস্যার সমাধানের তাগিদ দেন।
সবশেষ সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুনির্দিষ্ট আশ্বাস না দিলে তারা কলেজে ফিরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবি ১ দিনের মধ্যে মেনে না নিলে রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এটিকে তারা বারাসাত ব্যারিকেড টু মহাখালী বলে উল্লেখ করেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা। ব্রিফিংয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধিদলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। তবে সন্ধ্যার পর উপদেষ্টা পর্যায়ে বৈঠকের পর সব সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। 
এর আগে শিক্ষার্থীদের ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজের ভেতরে অবস্থান নিয়েছিলেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। একই সময়ে শিক্ষার্থীরাও ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে একপর্যায়ে শিক্ষার্থীদের আপত্তির মুখে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান পুলিশ সদস্যরা। তারা কলেজের প্রধান ফটকের সামনে শাকিল চত্বরে অবস্থান নিয়েছেন।
ট্রেনে পাথর নিক্ষেপ- তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ ॥ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে অনাকাক্সিক্ষত এ ঘটনার দায়ভার রেল কর্তৃপক্ষ এড়াতে পারে না বলেও মনে করেন তারা।

×