ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা :  কক্সবাজারে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৯, ১৯ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:৪০, ১৯ নভেম্বর ২০২৪

সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা :  কক্সবাজারে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ 

সেন্ট মার্টিন দ্বীপ

সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দ্বীপের বাসিন্দারা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে কক্সবাজার শহরের প্রবেশমুখ কলাতলীর ডলফিন মোড়ে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা কাফনের কাপড় পড়ে সড়কে শুয়ে পড়েন। কলাতলী মোড়টি শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা এবং প্রবেশমুখ হওয়ায় অবস্থান কর্মসূচির কারণে চতুর্দিকে গাড়ি চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ায় পর্যটক ও স্থানীয়রা দুর্ভোগে পড়েন।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য ঘটনাস্থলে আসেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। টানা আলোচনার পর প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাঁচ ঘণ্টা পর বিকাল ৪টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আলোচনা শেষে আন্দোলনকারীদের প্রতিনিধি পর্যটন ব্যবসায়ী মাওলানা আব্দুর রহমান খান সাংবাদিকদের বলেন, “প্রশাসনের পক্ষে দ্বীপ নিয়ে গৃহীত সিদ্ধান্ত ও বিধি-নিষেধ প্রত্যাহারের জন্য ঊর্ধ্বর্তন মহলের সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে। বুধবারের মধ্যে সিদ্ধান্ত না জানালে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিকাল ৪টার পর আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, “দ্বীপের বিষয় নিয়ে ঢাকায় বৈঠক চলছে। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে। আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মহলকে অবহিত করা হয়েছে। দ্রুত দ্বীপের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানানোর পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেছেন।

সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সেন্ট মার্টিনের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ি মোহাম্মদ আলম, সরওয়ার কামাল, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) একাংশের সভাপতি রেজাউল করিম।

শহিদ

×