অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ বাবু তালুকদার অতি গোপনে দেশ ছেড়ে বিদেশি পাড়ি দিয়েছেন। মঙ্গলবার সকালে ওমানের উদ্দেশ্যে নিজ গ্রামের বাড়ি পটিয়া উপজেলার কচুয়ায় এলাকা বের হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সকাল থেকে বাবুর স্ত্রী ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে যায়।
গত ২৭ অক্টোবর দৈনিক জনকণ্ঠের অনলাইন সংস্করণে প্রকাশিত 'মামলার বাদী নিজেই অস্ত্র মামলার ওয়ারেন্টের আসামি, ঘুরছে প্রকাশ্যে' একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ সংবাদের পর প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয় এবং ঘটনাটি ধামাচাপা দিতে নানাভাবে চেষ্টা হয়। তবে শেষ পর্যন্ত ওয়ারেন্টের আসামি বাবু দেশ ছেড়েই বিদেশি পাড়ি দিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কচুয়ায় ইউনিয়নের মোহাম্মদ বাবু তালুকদারের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ওয়ারেন্ট রয়েছে। দেশের পট পরিবর্তনের সুযোগ নিয়ে এ পলাতক আসামি গত ১০ অক্টোবর পটিয়া থানায় স্বশরীরে গিয়ে ৬৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই মামলায় ইতোমধ্যে সাংবাদিকসহ বেশ কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাবুর অস্ত্র আইনের এ মামলাটি বর্তমানে চট্টগ্রাম স্পেশাল ট্রাইবুনাল-১ আদালতে বিচারাধীন। ট্রাইবুনাল মামলা নং ২৪/২৩। অস্ত্র আইনে ২০২১ সালে পটিয়া থানায় বাবুর বিরুদ্ধে মামলা হয়। মামলা নং- ২৭(১২)।
বাবুর মিথ্যা মামলার শিকার একাধিক ব্যক্তি বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবুর আপন ভাই কচুয়ায় ইউনিয়নের গ্রাম চৌকিদার মোহাম্মদ আবু নিজেও তার ভাই বিদেশে পাড়ি জমানোর বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন তার ভাই বাবু তালুকদার কয়েকদিন আগেই বিদেশে চলে গেছেন।
এসআর