নারায়ণগঞ্জের ফতুল্লার নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান এন তামিম প্যাকেজিং কারখানা থেকে প্রায় ৩৩৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ তামশিদ ইরাম খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম এ অভিযান চালায়।
সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তির বলা হয়, ফতুল্লার ভূইঘরের মামুদপুরের করিম মার্কেট এলাকায় অবস্থিত এন তামিম প্যাকেজিং নামের পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৩৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং এছাড়া প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
তাবিব