ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

শীতবস্ত্র কেনাকাটার বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী।।

প্রকাশিত: ১৪:২৩, ১৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:২৪, ১৯ নভেম্বর ২০২৪

শীতবস্ত্র কেনাকাটার বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে 

আরও তিন- চারদিন আগে থেকেই সাগরপারের এই জনপদে শীতের আগমন ঘটেছে। তাই কলাপাড়া পৌরসভার মিনি মার্কেটে জমে উঠেছে শীতবস্ত্র কেনাকাটা। মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন এখানে বসে এই হাট।

 আজকের এ মৌসুমের প্রথম হাট। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ এখান থেকেই শীত নিবারনের পোশাক কিনে থাকেন। স্থানীয় ভাষায় এটিকে গাউন বাজার বলা হয়। অন্তত ৫০ টি দোকান বসে ফি হাটে। সকাল থেকে রাত অবধি চলে এখানে বেচাকেনা। তবে ক্রেতাদের দাবি এবছর  দাম আগের চেয়ে অনেক বেশি। বিক্রেতারা বলেন ঢাকা থেকে এই শীত পোশাকের গাইড এবছর বেশি দামে কিনতে হয়েছে। ক্রেতারা জানান, শিশু থেকে সব বয়সের মানুষের ব্যবহৃত শীতবস্ত্র এখানে পাওয়া যাচ্ছে।  তবে দাম বেশি হাঁকাচ্ছেন দোকানিরা। মান ও সাইজ ভেদে এক শ ' দুই শ' থেকে এক হাজার টাকা পর্যন্ত একেকটি শীত পোশাকের দাম চাওয়া হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ। তারপরও দরদাম করে কেনাকাটা করছেন আগত ক্রেতারা। কিনছেন পছন্দসই পোশাকটি।

জাফরান

×