ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

কলাপাড়ায় তীব্র বিষধর দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া, পটুয়াখালী।।  

প্রকাশিত: ১০:২৭, ১৯ নভেম্বর ২০২৪

কলাপাড়ায় তীব্র বিষধর দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার

ছবি : সংগৃহীত

তীব্র বিষধর দুটি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণীকল্যাণ সংস্থা এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। এর মধ্যে একটি সাপের দৈর্ঘ্য দেড় ফুট ও অপরটির দৈর্ঘ্য ১ ফুট।

গতকাল সোমবার রাত দশটায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার থেকে মস্তফা মুন্সি নামের এক সাপুড়িয়ার কাছ থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সাপ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি, শাওন তালুকদার ও আদনান রাকিব। পরে সাপ ধরবে না এমন মুসলেকা রেখ ওই সাপুড়িয়াকে ছেড়ে দেওয়া হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা জানান, ওই সাপুড়িয়া এ সাপগুলো দিয়ে খেলা দেখিয়ে বিভিন্ন তাবিজ কবজ বিক্রি করছিল। আজ বিকেলে সাপ দুটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

 

মেজবাহ/জাফরান

×