ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

সালেহা- হাচন দম্পত্তির জীবনযুদ্ধ!

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০০:৫০, ১৯ নভেম্বর ২০২৪

সালেহা- হাচন দম্পত্তির জীবনযুদ্ধ!

সালেহা- হাচন দম্পত্তি

বিকেল থেকে রাত অবধি অন্যের একটি দোকানের সামনে পিঠা তৈরি করে বিক্রি করেন বৃদ্ধা সালেহা বেগম। স্বামী হাচন হাওলাদার সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে দোকানে পানি সরবরাহ করেন। বিকেলে স্ত্রীকে সহায়তা করেন। বানাতি বাজার ব্রিজের পশ্চিম দিকে বালিয়াতলীর গাজী মার্কেটে বয়োবৃদ্ধ এ দম্পতির জীবন-যুদ্ধের অবস্থান। 

পুঁজি বলতে তামাটে বর্ণের শরীর। তাও বয়সের ভারে চামড়ায় ভাঁজ ধরেছে। তবু্ও থামছেন না। ছয় জনের সংসারের জোগান দিতে হয়। জন্ম অবধি ওখানকার বেড়িবাঁধের স্লোপে বসবাস ভূমিহীন এ পরিবারের। তারপরও সহজেই বললেন ভালো আছেন। 

শহিদ

×