শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন
জুলাই অভ্যুত্থানে শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেনের কর্মসংস্থান করে দিলেন সৈয়দপুর পৌর প্রশাসক।
সোমবার (১৮ নভেম্বর) পৌরসভার কার্যালয়ে ওয়াক্তিয়া মসজিদে মাগরিবের নামাজে ইমামতির মধ্য দিয়ে শুরু হয় শহীদ সাজ্জাদের পিতার নতুন কর্মজীবন।
নামাজ শেষে সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী বলেন, ২৪ এর আন্দোলনের কারণে আজ আমরা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি। স্বাধীনতার স্বাদ নতুন করে বাংলার মানুষ পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আর এর মুল কৃতিত্বর দাবিদার দেশের সকল শহীদ ও আহত ছাত্র জনতার।
তাদের রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্যমুক্ত নতুন এক বাংলাদেশের। সেই সকল মহান শহীদদের মধ্যে অন্যতম সৈয়দপুরের কৃতি সন্তান সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চুড়ান্ত সেমিস্টারের ছাত্র শহীদ সাজ্জাদ হোসেন। তিনি গত ৫ আগস্ট সাভারে রাজপথে আন্দোলন কালে গুলিবিদ্ধ হন।
পরের দিন সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁকে সৈয়দপুর হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে। পৌর প্রশাসক আরও বলেন, শহীদ সাজ্জাদ হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। লেখাপড়ার পাশাপাশি গার্মেন্টসে চাকরি করে সংসারের ব্যয় নির্বাহ করতেন। ছেলে শহীদ হওয়ার পর তার সদ্য বিবাহিত স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে চরম বিপাকে পড়েন বাবা আলমগীর হোসেন।
তাই তাঁকে সহযোগিতার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। একজন গর্বিত পিতার পাশে দাড়াতে পেরে নিজেদের ধন্য মনে করছি। সাথে জনসেবা মুলক এ প্রতিষ্ঠান একটা মহৎ কাজের সাক্ষী হয়ে থাকল।
তিনি আরও বলেন, শহীদের পিতার মুসল্লী হওয়ায় আমরাও গর্বিত। ইনশাআল্লাহ তার নেতৃত্বে নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করবো। এ সময় তিনি সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিক এম আর মহসিন, জাকির হোসেন ও শাহজাহান আলী মনন এবং উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের ভুমিকার বিষয়ে ভুয়োশি পৃরশংসা করেন। পাশাপাশি ইমামের সম্মান প্রদর্শন নৈতিক দায়িত্ব।
এই দায়িত্ব সঠিক ভাবে আঞ্জাম দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এই দায়িত্ব যাতে স্থায়ী হয় তার পরিকল্পনা রয়েছে। সাথে এই শহীদ ভুমিহীন পিতা যাত স্ত্রী সন্তান নিয়ে ভবিষ্যত ভাল ভাবে কাটা পারে, এর জন্য বাঙালীপুর ইউনিয়নে ৫ শতক সরকারি জমি শহীদ সাজ্জাদের পিতাকে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে তারা বাড়ি করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক ও বিএনপি নেতা শওকত হায়াত শাহ, পৌর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, হিসাব রক্ষক আবু তাহেরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
শহিদ