ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

সোনারগাঁয়ে টিস্যু পেপার কারখানায় আগুন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ॥

প্রকাশিত: ২১:২৫, ১৮ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে টিস্যু পেপার কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিস্যু পেপার ফ্যাক্টরির একটি ভবনে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা -প্রীতম মাহমুদ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের টিস্যু কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর  পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সাড়ে ৪ ঘণ্টার  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার  ভোর সোয়া ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় টিস্যু কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান,  মেঘনা গ্রুপের টিস্যুর উৎপাদনকারী প্রতিষ্ঠান পাল্প অ্যান্ড পেপার মিলস কারখানাটি চারতলা ভবন। রাতভর কারখানায় শ্রমিকরা কাজ করছিল।  ভোর সোয়া ৫টার দিকে হঠাৎ নীচতলায় আগুন দেখতে পায় শ্রমিকরা। এ সময় কারখানায় থাকা শ্রমিক-কর্মচারী দ্রুত কারখানা থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কারখানাটিতে বিপুল পরিমাণ কাঁচামাল, পেপার ও  তৈরি করা টিস্যু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে কোম্পানির নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে কোনো শ্রমিক হতাহত হয়নি বলে জানান তারা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (নারায়ণগঞ্জ-১) ফখর উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহত বা কেউ নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নেভার পর ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

×