মশক নিধন স্প্রে।
ডেঙ্গুর প্রকোপ রোধে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ (১৮ নভেম্বর) সোমবার সকালে তারানগর, কালিন্দী ইউনিয়ন পরিষদের পক্ষ হতে মশক নিধনের লক্ষে ফগার মেশিন দিয়ে মেডিসিন প্রয়োগ করা হয় মোট ১৭ টি স্পটে।
উলেখ্য, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে ও নির্দেশনায় গত ৫ অক্টোবর ২০২৪ হতে প্রতিদিন প্রতিটি ইউনিয়নে মশক নিধন অভিযান চলছে৷ কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে।
বাড়ির আঙ্গিনাসহ আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ও ফুলের টবে পানি জমিয়ে রাখা যাবে না। কেরানীগঞ্জে ১২ টি ইউনিয়নে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।
রিয়াদ