ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

বরিশালে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥

প্রকাশিত: ১৮:৫০, ১৮ নভেম্বর ২০২৪

বরিশালে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ

ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। একইসাথে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল আটটার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার নিজ বাড়িতে ধর্ষণের পর নির্যাতিতাকে (৩৫) হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেয় ঘাতকরা। এ ঘটনায় নিহতের ছেলে ইমরান হোসেন বাদি হয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের পর পুলিশের অভিযানে সয়ন চন্দ্র শীল এবং সুমন ফকিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তারা যৌথভাবে ধর্ষণ ও হত্যাকান্ডটি সংঘটিত করেছে। মামলার বাদি ইমরান হোসেন বলেন, আমার মায়ের হত্যার বিচার হয়েছে আমরা সন্তুষ্ট। তবে আমি চাই দ্রুত মৃত্যুদন্ড কার্যকর করা হোক।

×