ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চক্ষু সেবা পেলেন ২৫০ জন দরিদ্র রোগী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও:, ১৮ নভেম্বর ॥

প্রকাশিত: ১৮:৩৩, ১৮ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চক্ষু সেবা পেলেন ২৫০ জন দরিদ্র রোগী

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ২৫০ জনেরও বেশি দরিদ্র রোগী। সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ফ্রেন্ডস গ্রুপ’ এর আয়োজনে সকাল থেকে বিকাল পর্যন্ত বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন সমস্যা নিয়ে চোখের পরীক্ষা করান আড়াই শতাধিক রোগী। এর মধ্যে ৫৫ জন রোগীকে চোখের ছানিসহ অন্যান্য অপারেশনর জন্য চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। ফ্রেন্ডস গ্রুপের সভাপতি সাগির আলী জানান, লাভ শেয়ার বিডি (ইউ.এস) এর অর্থায়নে আমরা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি। বিশেষ করে দরিদ্র রোগী যারা অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সুস্থ্য হয়ে উঠতে পারেন সে লক্ষ্যেই আমরা এ উদ্যোগ নিয়েছি। ফ্রেন্ডস গ্রুপের অন্যতম সমন্বয়ক কফিল উদ্দিন আহমদ বলেন, যে সকল রোগীদের ছানি অপারেশন করা হবে, তাদের হাসপাতালে ভর্তি, থাকা, খাওয়া, অপারেশন, প্রয়োজনীয় ঔষধ এমনকি তাদের বাড়িতে পৌঁছানোর গাড়ি ভাড়া পর্যন্ত আমরা প্রদান করছি। ইতিপূর্বে পার্শ¦বর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জের গোলাপগঞ্জে অনুরপ একটি ক্যাম্পের মাধ্যমে তিনশতাধিক রোগীকে চক্ষুসেবা দিয়েছি আমরা। ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় আমরা এ সেবা দিতে পেরেছি।

×