ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৮:১২, ১৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:১৬, ১৮ নভেম্বর ২০২৪

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগকারীরা

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ ইমদাদুল হক বাচ্চুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন তার সৎ বোনেরা। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তার ৬ বোন।


অভিযোগকারীরা হলেন, যাত্রাপুর এলাকার মৃত: বেগ ইউসুফ আলীর মেয়ে কাকলি আক্তার, চামেলী আক্তার, এ্যমিলি আক্তার, শামীম আরা, মর্জিনা বেগম, পারভিন বেগম।

কাকলি আক্তার বলেন,‘ ১৯৯৬ সালে আমাদের বাবা মৃত: বেগ ইউসুফ আলী মারা যায়। মৃত্যুর সময় যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ মৌজায় বিভিন্ন ক্ষতিয়ানে তার ৫ একর ৪৬ শতক জমি ছিল। উত্তরাধীকার সূত্রে আমরা ৬ বোন ওই জমির অর্ধেক এবং আমাদের সৎ ভাই বেগ ইমদাদুল হক বাচ্চু অর্ধেক জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন।কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমাদের সৎ ভাই বেগ ইমদাদুল হক বাচ্চু সরকারি দলের প্রভাব বিস্তার করে পৈত্রিক সূত্রে পাওয়া আমাদের সকল সম্পত্তি দখল করে। সেই সাথে হুমকি দিয়ে বলে এই জমিতে আসলে বা আসার চেষ্টা করলে প্রাণে মেরে ফেলবো। সে সময় থেকে আমরা আমাদের পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করিয়া ব্যর্থ হই।’

তিনি জানান,‘৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের পর আমাদের ভাই বেগ ইমদাদুল হক বাচ্চু গা ঢাকা দেয়। কয়েকদিন আগে সে বাড়িতে আসলে আমাদের জমি বুঝাইয়া দিতে বলি। তখনও সে আমাদের হুমকি দিয়ে বলে, আমাকে দুর্বল মনে করবা না। কোন বসাবসির সুযোগ নেই। আমি কোন জমি ফেরত দিব না। বেগ ইমদাদুল হক একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান। দুর্নীতি করে বিপুল সম্পত্তির মালিক হয়েছে এবং এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’

কাকলী আরও বলেন, ‘আমাদের সম্পত্তি উদ্ধারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, জেলা প্রশাসক বাগেরহাট, পুলিশ সুপার বাগেরহাট, সেনা ক্যাম্প, বাগেরহাট জেলা বিএনপি আহ্বায়কসহ সরকারের বিভিন্ন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা আমাদের জমি সুষ্ঠুভাবে ভোগ দখল করতে পারি।’

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ ইমদাদুল হক বাচ্চু বলেন, বাবা মৃত্যুর আগেই সব ভাই-বোনদের জমি বুঝিয়ে দিয়েছেন। বোনেরা মোংলা থেকে ১০ বিঘা জমি বিক্রি করে টাকা নিয়েছেন। এছাড়া রহিমাবাদ মৌজায় আমার সৎ বোনদের জমি তাদের আপন ভাই বেগ মাহফুজুর রহমান বাদল ভোগ দখল করছেন। আমি কারও জমি জোরপূর্বক ভোগ দখল করি নাই। এরপরেও যদি আমার বোনরা আমার বিরুদ্ধে কোন অভিযোগ তোলে তাহলে, আমরা পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধান করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তাবিব

×