একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় কেন এত কালক্ষেপন হচ্ছে জনগন তা জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
আজ (১৮ নভেম্বর) সোমবার বিকেলে জিনজিরা ইউনিয়ন ৭ নং, ৮নং ও ৯নং ওয়ার্ড বিএনপি কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন, তিনি আর ও বলেন, দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখন ও তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। জনগন চায় তাদের ভোটের অধিকার ফিরে পেতে।দেশে ১৬ বছর কোনো নির্বাচন হয়নি।আওয়ামীলীগ নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা করেছে। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাবিএনপির,সভাপতি, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
জিনজিরা ইউনিয়ন বিএনপি সভাপতি, হাজী মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে,জিনজিরা ইউনিয়ন বিএনপির, সাধারণ সম্পাদক, আশরাফ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলার বিএনপির প্রবীণ নেতা, হাজী নাজিম উদ্দিন মাস্টার, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি, অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপি নেতা ঈশা খা প্রমুখ।
জাফরান