ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পর্যটকদের জন্য ছাঁদখোলা বাস উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৫:৩১, ১৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:৩২, ১৮ নভেম্বর ২০২৪

পর্যটকদের জন্য ছাঁদখোলা বাস উদ্বোধন

ছাঁদখোলা বাস

বান্দরবানে ঘুরতে আসা পর্যটকদের সুবিধার্থে ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণের লক্ষে প্রথমবারের মতো ছাঁদখোলা বাস চালু করা হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবানের হিল ভিউ আবাসিক হোটেল কতৃপক্ষের পক্ষ থেকে হিল ভিউ কনভেনশন হলের সামনে এই ছাঁদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও বাসের মালিক কাজল কান্তি দাশ। 

জানা গেছে, এই ছাঁদখোলা বাসে করে বান্দরবানে ঘুরতে আসা পর্যটকরা শৈলপ্রপাত ঝর্ণা, চিম্বুক, নীলগিরি, নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন স্পষ্টে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। এই বাসে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি রাখা হয়েছে গান বাজনার সাউন্ড সিষ্টেম। এ বাসে পর্যাপ্ত পর্যটক বসার জন্য সিট রয়েছে বলে জানান মালিক কর্তৃপক্ষ।

ছাঁদখোলা বাস চালক মো. ফোরকান জানান, নতুন উদ্বোধন হওয়া  ছাঁদখোলা বাসে করে পর্যটকরা এক সঙ্গে অনেকগুলো পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে পারবেন। এছাড়া ঘোরাঘুরি শেষ না হওয়ার পর্যন্ত স্পটে পর্যটকদের জন্য এই বাস অপেক্ষা করবে। সময় শেষে নির্দিষ্ট গন্তব্যে পর্যটকদের নিয়ে আসা হবে।

এ বিষয়ে ব্যবসায়ী কাজল কান্তি দাশ জানান, পাহাড়, নদী, ঝর্ণা, বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি পাহাড়ি জেলা বান্দরবান। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারও পর্যটক। এসব আগত পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারে সে কথা চিন্তা করে ছাদখোলা বাস চালু করা হয়েছে।

এম হাসান

×