ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

বিনামূল্যে বীজ ও সার পেলো ৭১০০ জন কৃষক

নিজস্ব সংবাদদাতা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৫:১৯, ১৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:৩২, ১৮ নভেম্বর ২০২৪

বিনামূল্যে বীজ ও সার পেলো ৭১০০ জন কৃষক

বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ১শত কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে  কৃষকদের হাতে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

শুভ উদ্বোধন করেন বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মুহা: আবুল মনসুর। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকরী কমিশনার (ভিুমি) মোঃ নজরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সাইদা আক্তার, পল্লী উন্নয়ন অফিসার সহ উপসহকরী কৃষি অফিসারগণ।
 
‘উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাসির উদ্দিন জানান, ‘‘কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলায় ৭ হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এতে প্রতিজন কৃষক প্রতি বিঘা জমি চাষ করার জন্য বিনামূল্যে ২ কেজি  হাইব্রিড বোরো বীজ, ৫ কেজি উফশী বোরো বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাবেন।

আর কে

×