ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

শীতের কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

প্রকাশিত: ১১:৪০, ১৮ নভেম্বর ২০২৪

শীতের কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

প্রতিনিয়ত বাড়ছে কুয়াশা ও শীতের তীব্রতা।

ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে কুড়িগ্রামে। ফলে সকালেও সড়কে হেডলাইট জ্বালিয়ে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। 

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, কুড়িগ্রামে কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সঙ্গে ঠান্ডাও অনুভূত হচ্ছে। কুয়াশার সঙ্গে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময়মতো কাজে যেতে পারছেন না অনেকে।

কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স্ক ও শিশুদের মাঝে ঠান্ডাজনিত রোগের প্রকোপ কিছুটা বেড়েছে।

জেলার রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭-২১ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

এম হাসান

×