১৩ নভেম্বর ধারালো অস্ত্র দিয়ে পিতা রবিউল ইসলাম সাবুলকে (৫০) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ছেলে আবু বক্কর সিদ্দিক (২৬)। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির উত্তর ডাঙ্গাপাড়া (সীমান্তপাড়া) গ্রামের এই ঘটনার ৪৮ ঘন্টা পর পলাতক পুত্রকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ নীলফামারীর সিপিসি-২ ও র্যাব-১ এর সিপিএসসি গাজীপুর।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার মোঃ ওমর ফারুক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যৌথ অভিযানে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করে এনে নীলফামারীর ডোমার থানায় হস্তান্তর করা হয়। এদিকে ডোমার থানার ওসি জানান, আসামিকে তারা র্যাবের মাধ্যমে হাজতে প্রেরণ করেছেন।
মামলা সুত্র মতে, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় ধান কাটার পর ধানের খামাল তৈরী নিয়ে বাবার সাথে ছেলের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে পিতাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। আহত বাবাকে উপজেলা হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে বাবা মারা যায়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তাবিব