ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

ঠাণ্ডা নামছে, চট্টগ্রামে মার্কেটগুলোতে উঠেছে শীতবস্ত্র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২০:০০, ১৭ নভেম্বর ২০২৪

ঠাণ্ডা নামছে, চট্টগ্রামে মার্কেটগুলোতে উঠেছে শীতবস্ত্র

হেমন্তে ভোরের দিকের হালকা ঠাণ্ডা জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা শহরের তুলনায় গ্রামে কুয়াশার দেখা মিলছে, মিলছে শীতল অনুভূতি শীতের প্রস্তুতির অংশ হিসেবে এখন মার্কেটগুলোতেও গরম কাপড়ের দেখা মিলতে শুরু করেছে

বিভিন্ন অভিজাত মার্কেটের শো-রুম থেকে ফুটপাত পর্যন্ত সবখানেই এখন শীতবস্ত্রের পসরা সাজিয়েছেন বিক্রেতারা মার্কেট থেকে ফুটপাতে বেচাবিক্রি কিছুটা কম হলেও শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের

বিভিন্ন অভিজাত মার্কেটের শো-রুম থেকে ফুটপাত পর্যন্ত সবখানেই এখন শীতবস্ত্রের দেখা মিলছে ব্যবসায়ীরাও সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন বিক্রি এখন কিছুটা কম হলেও শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে, এমনই আশা ব্যবসায়ীদের

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট, জহুর হকার্স মার্কেট, তামাকুমণ্ডি লেন রেয়াজুদ্দিন বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, বেশিরভাগ কাপড়ের দোকান শীতবস্ত্রে ঠাসা এছাড়া আছাদগঞ্জেও বেড়েছে পুরাতন গাইট কাপড়ের বিক্রি সেখানে পাইকারদের বিক্রি বেড়েছে যেহেতু গাইট কাপড়ের বিক্রি বেশি ফুটপাতেসেহেতু ফুটপাতের হকারদের ব্যস্ততা বেড়েছে পাইকারদের কাছ থেকে কাপড় সংগ্রহে

নিউমার্কেট থেকে আমতল আগ্রাবাদ এলাকার ফুটপাতে বিকাল থেকেই হকারদের বেচাকেনা শুরু হয় বিভিন্ন উপজেলা থেকে দোকানিরা হকার্স মার্কেট খাতুনগঞ্জে এসে শীতের কাপড় কিনে নিয়ে যাচ্ছেন একইসঙ্গে নগরীর নিম্নবিত্তরা  শীতের কাপড় কিনতে আসা শুরু করেছে হকার মার্কেটে

ফুটপাতে সোয়েটার, হুডি, মোটা কাপড়ের শার্ট, গরম কাপড়ের টিশার্ট এবং বিভিন্ন রকমের ব্লেজার কোট বিক্রি হচ্ছে একইসঙ্গে বেড়েছে কম্বল বিক্রি সোয়েটার, ব্লেজারের চেয়ে কম্বল বিক্রি হচ্ছে বেশি জানিয়েছেন হকার মার্কেটের দোকানীরা

চট্টগ্রামে ফুটপাত থেকে শুরু করে মার্কেটগুলোতে সোয়েটার, হাতমোজা, পা মোজার পাশাপাশি বিভিন্ন রকমের হুডির পসরা এখন এছাড়া দেশীয় শাল চাদর বিক্রি হচ্ছে মার্কেটের বেশিরভাগ দোকানে পুরাতন কাপড়ের মার্কেটও বেশ জমে উঠতে শুরু করেছে

প্রসঙ্গে নগরীর আছাদগঞ্জ খাতুনগঞ্জের গাইট ব্যবসায়ীর জানান, উন্নত দেশের বাসিন্দারা এক মওসুমে পরিধান করা শীতের পোশাক পরেরবার ব্যবহার করে না; নিত্য নতুন ফ্যাশেনেবল শীতবস্ত্রের চাহিদা বেশি ইউরোপে সেখান থেকে বিভিন্ন উন্নয়নশীল দেশে আমদানি করা হয় পুরাতন কাপড়

বাংলাদেশেও পুরানো কাপড়ের চাহিদা বেশি সেসব শীতবস্ত্র দেখতে নতুনের মতোই লাগে আমদানি খরচ কম হওয়ায় ক্রেতারাও কমদামে সেইসব কিনতে পারেন দেশে মাত্র ৫০ থেকে ৩শ টাকার মধ্যে সোয়েটার কিনতে পারা যায় চট্টগ্রামের ফুটপাতে

×