ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুড়িগ্রাম অসহায়দের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৮:১০, ১৭ নভেম্বর ২০২৪

কুড়িগ্রাম অসহায়দের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে বিধবা,তালাক প্রাপ্ত এবং বাল্যবিয়ের হাত থেকে রক্ষা শিক্ষার্থীসহ কর্মে অক্ষম প্রবীন ও প্রতিবন্ধিেেদর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।
রোববার সকালে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর অর্থায়নে বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচীর আওতায় আশার আলো পাঠশালা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে ১৫টি তোতাপুরী জাতের মা ছাগল বিতরণ করা হয়েছে।
উপকার ভোগী কল্পনা খাতুন বলেন- আমি তালাক প্রাপ্ত এক নারী। এক সন্তান আমার। বাবার বাড়িতে থাকি। অনেক কষ্টে দিনাতিপাত করি। এই ছাগলটি পালনের মাধ্যমে আমার অনেক উপকার হবে।
উপকার ভোগী বাল্য বিবাহের কবল থেকে মুক্ত হওয়া শিক্ষার্থী বৃষ্টি বলেন, আমার বাবা দিনমজুর। আশার আলো পাঠশালা আমার বিয়ে বন্ধ করেছে। অনেক কষ্টে পড়ালেখা করছি। এই ছাগল পালনের মাধ্যমে আমার পড়ালেখার খরচ আমি নিজে চালাতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন,নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কোকিল চন্দ্র বিশ্বাস, রামখানা ইউনিয়নের ইউপি সদস্য রহমতুল্লা ব্যাপারী,রামখানা বহুমুখী জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান জয়নাল আবেদীন,আশার আলো পাঠশালার চেয়ারম্যান কুমার বিশ্বজীৎ বর্মন,ব্যবসায়ী খাদেমুল ইসলাম,খামারী শ্রী পরেশ চন্দ্র বর্মন,অবসর প্রাপ্ত শিক্ষক শ্রী খগেন্দ্র নাথ বর্মন প্রমুখ।

×