মাদারীপুরে অগ্নিকান্ডে অন্তত ১২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার রাত ৩টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপুল এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে টেকেরহাট বন্দরের মকবুল মিনা’র খাবার হোটেল থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে আগুনে পুড়ে যায় অন্তত ১২ ব্যবসা প্রতিষ্ঠান। অগ্নিকান্ডে পাটের গুদাম, ডেকোরেটরের দোকান, কাপড় ও ফার্মেসীর দোকানও রয়েছে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে এক কোটি টাকার বেশি। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
টেকেরহাট পোর্ট স্থল কাম নদী বন্দর ফায়ার ষ্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এ অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
মাদারীপুরে অগ্নিকান্ডে ১২দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
শীর্ষ সংবাদ: