ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর হাতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক আটক করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার রাত ১টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৭/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তেষপুর নামক স্থান হতে নিম্নে বর্ণিত দুই জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে গমনকালে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর থানার নলুয়া রোড গ্রামের আবু তৈয়বের স্ত্রী লাইলী বেগম (৩৭) এবং আরেক জন হলেন ওই গ্রামেরই করিম মিয়ার স্ত্রী পাপিয়া বেগম (৪০)।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের আগরতলায় বাসাবাড়ির কাজের উদ্দেশ্যে গমন করার সময় অদ্য ১৭ নভেম্বর ধর্মঘর বিওপির টহল দলের কাছে ধৃত হয়। তাদের নিকট হতে দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মোবাইল ফোনসহ মাধবপুর থানায় মামলা দায়ের করে। হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানান, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে এর অভিযান চলমান থাকবে।
এসআর