তাহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব
রাজশাহীর তাহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মতলেবুর রহমান মতলুকে অব্যাহতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। হিসাব রক্ষক মতলুকে সাবেক মেয়র আবুল কালাম আজাদ অতিরিক্ত দায়িত্ব দিয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়ে রেখেছিলেন। এরপর নিজ দায়িত্ব ছাড়াও ভারপ্রাপ্ত সচিব পদে থেকে তিনি নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) পৌর এলাকার জামগ্রামের মো. মহসিন আলী নামের এক ব্যক্তি এলাকাবাসীর পক্ষে ভারপ্রাপ্ত সচিব মতলেবুর রহমান মতলুকে বিধিবর্হিভূত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, জেলার তাহেরপুর প্রথম শ্রেণীর একটি পৌরসভা। এ পৌরসভায় হিসাব রক্ষক মতলেবুর রহমান মতলু নিয়োগপ্রাপ্ত হয়ে অদ্যবধি কর্মরত। সাবেক মেয়র আবুল কালাম আজাদ তাঁর ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য হিসাব রক্ষক মতলেবুর রহমান মতলুকে সচিব (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করেন।
তিনি আইনের তোয়াক্কা না করে পৌরসভায় দূর্নীতি ও অনৈতিক কাজ অব্যহত রেখেছেন বলে অভিযোগ। হিসাব রক্ষক ও সচিব (ভারপ্রাপ্ত) হওয়ায় তিনি পৌরসভায় যাবতীয় আধিপত্য স্থাপন করে পৌরসভাকে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠানের রুপ দিতে চলেছেন।
এমতাবস্থায় হিসাব রক্ষককে তাঁর সচিব (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে তাঁর মূল পদ হিসাব রক্ষক পদে বহাল রাখার আবেদন জানানো হয়।
তাবিব