খুনি চাচা জালাল উদ্দীন।
চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে চাচার হাতে খুন হয়েছেন ভাতিজা। তার মোহাম্মদ রাসেদ (২৩)। সে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামাল মিঞার পুত্র। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ খুনের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ছুরিকাহত রাসেদকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
জানা গেছে, খুন হওয়া ভাতিজার সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছে একই এলাকার রাজা মিঞার পুত্র চাচা জালাল উদ্দীনের। জালাল রাউজান উপজেলায় থাকেন। পুর্বের বিরোধের জের শনিবার রাত সাড়ে ১০টায় সিএনজি চালক রাসেদকে গলায় একাধিক ছুরি কাঘাত করে। ছুরির আঘাতে রক্তাক্ত হন ভাতিজা৷ রাতে এ রিপোট লেখা পর্যন্ত পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানান । ঘটনার পর খুনি জালাল পলাতক রয়েছেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার লিটন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন৷
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন জানিয়েছেন, চাচার হাতে ভাতিজা খুনের খবর পেয়ে তিনি ছুটে গেছেন। তবে কি কারনে খুন হয়েছে তা জানেন না।
নুসরাত