মেহেরপুরের গাংনীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ইব্রাহিম হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। অপরদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রামের ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে রাস্তার ওপর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ইব্রাহিম হোসেন তেরাইল গ্রামের বাজার পাড়ার আজগর আলীর ছেলে এবং জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, মেহেরপুর কুষ্টিয়া সড়কে ইব্রাহিম হোসেনসহ আরেকটি মোটরসাইকেল পাশাপাশি দ্রুত গতিতে চালিয়ে আসছিল। তারা জোড়পুকুরিয়া নামক স্থানে পৌছালে সামনের দিক থেকে আসা মাইক্রোবাস ও ট্রাককে সাইড দিতে গিয়ে বেপরোয়া মোটরসাইকেল ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। পরে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে ট্রাকের চালক ব্রেক করে থেমে যায়। তবে পালিয়ে যায় মাইক্রোবাসটি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের শহরের উপকণ্ঠে ইমপেক্ট ফাউন্ডেশন এর কাছে রাস্তার উপর মহিলা লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওই মহিলার লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তবে কিসের সাথে এ দুর্ঘটনা ঘটেছে তা কেও নিশ্চিত করতে পারিনি।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) আব্দুল করিম জানান, দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএম