ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

১৬ বছর ধরে শিকল বন্দী রতন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:২৩, ১৭ নভেম্বর ২০২৪

১৬ বছর ধরে শিকল বন্দী রতন

অর্থািভাবে যথাযথ চিকিৎসা না হওয়ায় প্রায় ১৬ বছর ধরে শিকল বন্দী জীবনযাপন করছেন রতন মন্ডল (২৪) নামের এক যুবক। তিনি বরিশোলের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৃত চিত্তরঞ্জন বাড়ৈর ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রতনের শৈশব কেটেছে প্রচন্ড দুরন্তপনায়। একাই মাতিয়ে রাখতেন বাড়ির সবাইকে। সেই দুরন্তপনাই কাল হয়েছে রতনের জীবনে। আট বছর বয়সে খেলতে গিয়ে গাছের শিকড়ের সাথে লেগে পরে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান তিনি। ওইসময় চিকিৎসার সুস্থ্য হলেও মাঝে মাঝে অসুস্থ হয়ে পরতেন। এ ঘটনার কিছুদিন পর রতন বাড়ৈ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

সূত্রে আরও জানা যায়, এর মধ্যেই রতনের দরিদ্র বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আইসক্রীম বিক্রেতা চিত্তরঞ্জন বাড়ৈ মৃত্যুবরণ করেন। এরপর চরম আর্থিক দৈন্যতায় অসহায় হয়ে পরে পাঁচ সদস্যর ওই পরিবার। আর্থিক সংকটের কারণে থেমে যায় রতন বাড়ৈর চিকিৎসা। নিয়মিত চিকিৎসা করাতে না পারায় দিনে দিনে রতনের পাগলামি বেড়ে যায়।

বাড়িঘর ভাঙচুর, মানুষজন দেখলেই তাদের কামড়িয়ে আহত করতে থাকে রতন। যে কারণে তার মা ও বোনেরা বসত ঘরের পিছনে একটি টিনের চালা ঘরে তাকে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে কোমড়ে শিকল বেঁধে তালা দিয়ে রেখেছেন। হামলার ভয়ে বাড়ি ও পরিবারের সবাই তার কাছে যেতে ভয় পায়।


রতন বাড়ৈর মেঝ বোন সিমা বাড়ৈ বলেন, ছোটবেলায় আমার ভাই রতন বাড়ৈ সুস্থ ও স্বাভাবিক ছিল। আট বছর বয়সে একটি দুর্ঘটনায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় তার পাগলামি বেড়েই চলছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে দ্রুত রতন বাড়ৈর সু-চিকিৎসার ব্যবস্থা করার জন্য সুপারিশ করা হবে।

রতনকে সু-চিকিৎসা দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার ও সমাজের মহানুভব ব্যক্তিদের কাছে জোর দাবি জানিয়েছেন তার পরিবার।

এমএম

×