ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

জুলাই-আগস্টের আন্দোলন ব্যর্থ হলে হাসিনা কাউকে ছাড়তেন না

প্রকাশিত: ২৩:২৫, ১৬ নভেম্বর ২০২৪

জুলাই-আগস্টের আন্দোলন ব্যর্থ হলে হাসিনা কাউকে ছাড়তেন না

এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু‌

জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ব্যর্থ হলে  আমরা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র-জনতা যারা আন্দোলন করেছে কাউকে ফ্যাসিস্ট হাসিনা ছেড়ে দিতেন না বলে মন্তব্য করেছেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু‌ । 

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এবি পার্টির উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণ ও আলোচনা সভায় উপস্থিত যুব, ছাত্র ও জনতার উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন। 

মজিবুর রহমান মঞ্জু বলেন, হাটহাজারীর কৃতিসন্তান ড. মুহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট হাসিনা জেলের সাজা দিয়েছে। আল্লাহর কি মর্জি তিনি তাকে বাংলাদেশ সরকারের দায়িত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার সময় কাঁচামরিচের কেজি বারো শত টাকা হয়েছে, ব্যাংক লুট করে কানাডায় বাড়ি করেছে এবং সিঙ্গাপুর, মালয়েশিয়ায় বেগম পাড়া, হোটেল করেছে। 

মজিবুর রহমান মঞ্জু আহত ও নিহত পরিবারের দিকে তাকিয়ে বলেন, আপনাদের, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার এই ত্যাগ আমার ভুলে যেতে পারি না। বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মাধ্যমে আমরা আহত ও নিহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো। 

হুঁশিয়ার উচ্চারণ করে মঞ্জু বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের একক দাবিদার হয়ে বাংলাদেশকে বিভক্ত করেছিল, বর্তমানেও অনেকে জুলাই গণঅভ্যুত্থানে নিজের অবদান দাবি করে জাতীয় ঐক্যকে বিনষ্ট করছে। 

তিনি সবাইকে এইধরনের কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন। মঞ্জু পরে চট্টগ্রাম-৫ অর্থাৎ বায়েজিদ একাংশ এবং হাটহাজারী আসনের জন্য এবি পার্টির পক্ষে লে. কর্নেল অব. দিদারুল আলমকে পরিচয় করিয়ে দেন।

তাসমিম

×