মির্জাপুর : ট্রেনের যাত্রাবিরতি দাবিতে অবরোধ ও মানববন্ধন শেষে চিত্রা এক্সপ্রেস থামিয়ে দেয় অবরোধকারীরা -জনকণ্ঠ
টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুকরণ এবং চিত্রা এক্সপ্রেস, একতা, পদ্মা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও মির্জাপুরের সাধারণ জনতা। দাবি আদায়ের লক্ষ্যে শনিবার বিকেলে মির্জাপুর রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা ট্রেনটি ২০ মিনিট অবরোধ করে রাখে অবরোধকারীরা। শনিবার বিকেল ৩টার পর থকে দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ও মির্জাপুর এলাকার সাধারণ জনতা মির্জাপুর রেলস্টেশনে জড়ো হতে থাকে। ৭ দিনের আল্টিমেটাম দিয়ে রেলস্টেশনে আন্দোলনকারীরা বিকেল সাড়ে চারটা পর্যন্ত মানববন্ধন ও অবরোধ করে। অবরোধ চলাকালে সেখানে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী জোবায়েদ ইসলাম নিঝুম ও জাকির সিকদার।