ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

এক কাতলের দাম ১৬ হাজার ৯শ’ টাকা

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী ॥

প্রকাশিত: ২০:২০, ১৬ নভেম্বর ২০২৪

এক কাতলের দাম ১৬ হাজার ৯শ’ টাকা

জেলার দৌলতদিয়া মাছ বাজারে পদ্মা নদীর এক কাতল বিক্রি হয়েছে ১৬ হাজার ৯শ’ টাকা। শুক্রবার সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ৎ থেকে সাড়ে ১২ কেজি ওজনের এই কাতল মাছটি ক্রয় করেন চান্দু নামের এক মাছ ব্যবসায়ী।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে সাড়ে ১২ কেজি ওজনের একটি কাতল মাছ ক্রয় করি। কাতল মাছটি এরশাদ হলদার দৌলতদিয়া বাজারের রেজাউলের আড়তে নিয়ে আসে। আমি সর্বোচ্চ দাম দিয়ে ক্রয় করি।  কেজিতে ৫০ টাকা লাভ রেখে ১৩শ’ টাকা কেজি দরে অনলাইনের মাধ্যমে ঢাকায় বিক্রি করি।
চান্দু মোল্লা আরও বলেন, এই বাজারের সব পদ্মা-যমুনা নদীর মাছ। এখানে কোনো পুকুর বা চাষের মাছ বিক্রি হয় না। সুতরাং এই বাজারের সকল প্রকার মাছের দাম বেশি। চাহিদাও বেশি।

×