ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

বাগেরহাটে খাল ও নদী পুনরুদ্ধার শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥

প্রকাশিত: ২০:১৬, ১৬ নভেম্বর ২০২৪

বাগেরহাটে খাল ও নদী পুনরুদ্ধার শুরু

বাগেরহাট : কচুয়া উপজেলা প্রশাসনের ডাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ -জনকণ্ঠ

কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল ও নদী পুনরুদ্ধার শুরু হয়েছে। শনিবার দিনব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে আড়িয়ামদ্দন শাখা খাল থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এদিন সকালে কচুয়া উপজেলা প্রশাসনের ডাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণে নারী-পুরুষ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, গ্রাম পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ কার্যক্রমে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার, কে এম আবু নওশাদ বলেন, সকাল থেকে দিনব্যাপী সমন্বিত উদ্যোগে একযোগে খালের সকল কচুরিপানা উত্তোলন করা হচ্ছে। শনিবার প্রথম দিনে প্রায় ৪ কিলোমিটার এলাকা কচুরিপানামুক্ত করার পরিকল্পনা রয়েছে। ধারাবাহিকভাবে গজালিয়ার লড়ারকুলসহ উপজেলার সকল খাল ও নদী পুনরুদ্ধার কার্যক্রম চলমান থাকবে। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, সরকারি প্রবাহমান সকল খালের কচুরিপানাসহ অবৈধ বাঁধ, পাটা অপসারণে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

×