ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ১৮:২২, ১৬ নভেম্বর ২০২৪

যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক

ছবি: সংগৃহীত।

কুমিল্লার দাউদকান্দিতে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার(১৫ নভেম্বর) রাত ৩ টায় সেনাবাহিনীর একটি চৌকস টিম ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে তল্লাশি করে গোপন আস্তানা থেকে মাদককারবারিদের আয়ত্বে থাকা ৮০৫ পিস ইয়াবা টেবলেট, ২ টি বিয়ার,৪টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

ধৃত আসামীরা হলেন— তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন মেম্বারের ছেলে মো. আল-আমিন ও দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. জনি মিয়া।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,ধৃত আসামীদ্বয়কে আজ শনিবার(১৬ নভেম্বর) মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নুসরাত

×