রাঙ্গামাটির কাপ্তাই লেকে এই প্রথমবার লংড্রাইব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
‘কাপ্তাই লেকে কাটবে সাঁতার, ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার, স্বাস্থ্য ভালো রয়, এই স্লোগানকে সামনে রেখে শনিবার প্রথমবারের মতো রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে সুবলং চ্যানেল সুইমিং । রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন সকলে সুবলং বাজার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশগ্রহণ করেন বেঙ্গল ডলফিনস সাতাঁরু দলের মোট ৩০ জন প্রতিযোগী। সাড়ে ১৩ কিলোমিটার দৈর্ঘ হ্রদ চ্যানেলে সাঁতারে পাড়ি দিয়ে রাঙ্গামাটি শহরের শহীদ মিনার ঘাটে এসে প্রতিযোগিতা শেষ হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা থেকে আগত সাতারু সাইফুল ইসলাম। তিনি বলেন,কাপ্তাই হ্রদ সর্ম্পকে মানুষের মনে নানা ধরনের মিথ্যা আছে। যার ফলে মানুষ এখানে সাঁতার কাটতে ভয় পায়। কিন্তু কাপ্তাই হ্রদে পানিতে সুইমিং করাটা নিরাপদ।
এ ধরনের আরও প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে এই হ্রদ সর্ম্পকে আরও বেশি মানুষ জানবে,পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।
প্রতিযোগিতা শেষে দুপুর ৩টায় শহীদ মিনার চত্বরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সুভলং চ্যানেল নামে যে একটি চ্যানেল আছে তা অনেকেই জানে না।
এছাড়াও এই লেকের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ধরণের গুজব প্রচলিত আছে, ভয়-ভীতি আছে। এ ধরণের প্রতিযোগিতা মানুষের মনে ভয় ভীতি কাটাতে সাহায্য করবে,এই হ্রদ সর্ম্পকে দেশি-বিদেশি পর্যটকরা জানতে পারবেন।
এসময় সাঁতারুদের আরও বড় পরিসরে সাঁতার প্রতিযোগিতার অংশগ্রহণে উদ্ভুদ্ধ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিন তিনি।
এসআর