গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সেকশন অফিসার পদের বিপরীতে চুক্তিভিত্তিক হিসেবে একজনের নিয়োগ প্রদানকে কেন্দ্র করে বিশ^বিদ্যালয়-ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সে বিষয়ে প্রশাসন একটি লিখিত বক্তব্য শুক্রবার গভীর রাতে গণমাধ্যম-কর্মীদেরকে দিয়েছেন।
বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত ওই বক্তব্যে বলা হয়েছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকার বিভিন্ন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পদে নতুন করে নিয়োগ প্রদান করেছেন। নবনিযুক্ত উপাচার্যের স্ব-স্ব বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কাজকে গতিশীল করার স্বার্থে প্রশাসনিক পদে রদবদল বা নতুন নিয়োগ দেয়ার প্রয়োজন পড়ে। সম্প্রতি অত্র বিশ^বিদ্যালয়ের সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করে সেকশন অফিসার পদের বিপরীতে আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ’কে এক বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সময়-সাপেক্ষ বিধায় তাকে সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে; যা বিশ^বিদ্যালয়ের উপাচার্যের এখতিয়ারভুক্ত ও প্রচলিত প্রথা। এ নিয়োগের বিষয়টি পরবর্তী রিজেন্ট বোর্ড সভায় উপস্থাপন করা হবে। সর্বোপরি, এই নিয়োগটি বিশ^বিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক প্রয়োজনে প্রদান করা হয়েছে। বক্তব্যে আরও উল্লেখ করা হয়, আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
এর আগে এ নিয়োগকে কেন্দ্র বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং শুক্রবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা এক সংবাদ-সম্মেলন করে সার্কুলার ছাড়াই অবৈধভাবে উপাচার্যের ব্যক্তিগত সহকারী নিয়োগ দেয়ার প্রতিবাদ জানায় এবং রবিবারের মধ্যে নিয়োগ বাতিলের আল্টিমেটাম দেয়।
সংবাদ-সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করে, এ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ১১/৯ ধারা অনুযায়ী রিজেন্ট বোর্ডের কোনও অনুমোদন নেয়া হয়নি। ১৩ সেপ্টেম্বর ২০১০ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজুরি কমিশনের পত্রানুযায়ী তাদেরও কোন অনুমোদন নেয়া হয়নি। এছাড়াও, গত ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩১-তম রিজেন্ট বোর্ডের ৩১/১৪ নং সিদ্ধান্তও মানা হয়নি। তাছাড়া, আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ একজন বিতর্কিত ব্যক্তি।
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’তে চুক্তিভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের বক্তব্য
শীর্ষ সংবাদ: