বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বরিশালের বিভাগের ৩১ টি শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ করেছেন বিএনপি'র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১ টায় উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজে আমরা বিএনপি পরিবার'র আয়োজনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এই অনুষ্ঠানে বরিশাল বিভাগের পটুয়াখালী,ঝালকাঠি পিরোজপুর, ভোলা, বরগুনা ৬টি জেলার ৩১ টি শহীদ পরিবারের মাঝে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
আমরা বিএনপি পরিবার'র সদস্য সচিব আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহমুদুল আলম নান্নু, জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপি'র সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার প্রমূখ।
বরিশালে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে বিএনপি সৌজন্য সাক্ষাৎ
শীর্ষ সংবাদ: