ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট‌-২০২৪ শুভ উদ্বোধন

প্রকাশিত: ১৫:৩৩, ১৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:৪২, ১৬ নভেম্বর ২০২৪

ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট‌-২০২৪ শুভ উদ্বোধন

ফরিদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ বিভাগীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় ফরিদপুর স্টেডিয়ামে আয়োজিত টি-টুয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গোল্লা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদা মিয়া, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জান সেলিম, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অংশ নেবেন। 

ফুয়াদ

×