ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

যৌথ অভিযানে মাদকসহ নগদ টাকা-মোটরবাইক উদ্ধার !

নিজস্ব সংবাদদাতা,  লালমোহন (ভোলা)

প্রকাশিত: ১৪:৩৫, ১৬ নভেম্বর ২০২৪

যৌথ অভিযানে মাদকসহ নগদ টাকা-মোটরবাইক উদ্ধার !

বাংলাদেশ নৌবাহিনী লালমোহন কন্টিনজেন্টের যৌথ অভিযানে মাদকসহ উদ্ধারকৃত সামগ্রী।

মাদক উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ নৌবাহিনী ভোলার লালমোহন উপজেলা কন্টিনজেন্টের সদস্যরা। শুক্রবার মধ্যরাতে নৌবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. লিটন মাঝি এবং মো. সিদ্দিক মোল্লাকে আটক করে। 

শনিবার বেলা ১১ টায় লালমোহন উপজেলার রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার এম. ওমর ফারুক।

তিনি জানান, আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশী চালিয়ে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে মাদক ব্যবসায়ী ব্যবহারিত দুইটি মোবাইল ফোন, একটি মোটরবাইক এবং নগদ ৪৫ হাজার একশত টাকা উদ্ধার করা হয়। আটককৃত এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শশীভূষণ থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদেরকে শশীভূষণ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বাংলাদেশ নৌবাহিনীর এই কর্মকর্তা।

 

আর কে

×