চা শ্রমিক
চা বাগানের শ্রমিকদের আড়াই মাস ধরে বেতন বন্ধ রয়েছে; কবে তারা বেতন পাবেন সেটাও জানেন না কেউ। এই অবস্থায় পরিবারগুলো চরম আর্থিক সংকটের মধ্যে দিনযাপন করছেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। বকেয়া বেতনের দাবিতে সিলেটের তিনটি বাগানের চা শ্রমিকরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও কোনো সুফল মেলেনি।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা বলেন, “সিলেটে এনটিসি মালিকানাধীন লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা বাগানে ১০ সপ্তাহ ধরে শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে। শ্রমিকেরা টাকা জন্য কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালনের পরও কোনো কাজ হয়নি। শ্রমিকদের বেতন কবে হবে তাও বুঝা যাচ্ছে না। শ্রমিকেরা খেয়ে না খেয়ে দিন কাটাছেন। তাদের কষ্ট দেখার কেউ কি নেই। ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন সিলেট বিভাগের ১২টি চা বাগানেই বেতন বকেয়া পড়েছে বলে জানান রাজু গোয়ালা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে ন্যাশনাল টি কোম্পানির ফাঁড়ি বাগানসহ ১৬টি চা বাগান রয়েছে। এসব বাগানে প্রায় ১৭ হাজার শ্রমিক কাজ করেন। তাদের উপর হাজার নির্ভর করে আরও ৩০ হাজার মানুষের ভরণপোষণ।
এ ব্যাপারে জানতে চাইলে ন্যাশনাল টি কোম্পানি-এনটিসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, “সরকার থেকে টাকা না পেলে আমাদের কিছু করার নেই। সরকার থেকে সাহায্য পাওয়ার বিষয়টি একটি প্রক্রিয়া মেনে হয়। আমরা খুব আশাবাদী সরকার থেকে সাহায্য পাব।
শহিদ