ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

 ‘মুনতাহা’র অপহরণকারীকে গ্রেপ্তারের ঘটনায় র‍্যাবের ব্রিফিং

প্রকাশিত: ১০:২২, ১৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১০:৩৪, ১৬ নভেম্বর ২০২৪

 ‘মুনতাহা’র অপহরণকারীকে গ্রেপ্তারের ঘটনায় র‍্যাবের ব্রিফিং

ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির এবং শিশু কন্যাকে  অপহরণের ২৪ ঘন্টার মধ্যে অপহরণকারীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তারের ঘটনা ব্রিফ করবেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইয়ের পরিচালক লে. কর্নেল  মুনীম ফেরদৌস

 

শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকার কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

আজ সকাল সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায়  অপহরণকারীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদলের একজন নারী ও দুজন পুরুষ সাবলেট নেয়ার কথা বলে ওই বাসায় ঢোকেন। একপর্যায়ে অস্ত্রের মুখে টাকা-পয়সা ও স্বর্ণালংকারের পাশাপাশি ৮ মাসের শিশু কন্যা জাইফাকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তানজিলা

×