ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে নারীর ম’রদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ১৫ নভেম্বর ২০২৪

কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে নারীর ম’রদেহ উদ্ধার

কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৬৫ বছর।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার থানার উপ–পরিদর্শক (এসআই) ইমাম হোসেন।

তিনি বলেন, ‘আজ বিকেলের দিকে খবর পেয়ে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ওই নারী আর বেঁচে নেই।’ 

এসআই ইমাম হোসেন আরও বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

এমএম

×