ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

মির্জাপুর থানায় ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:০৭, ১৫ নভেম্বর ২০২৪

মির্জাপুর থানায় ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

সাবেক মন্ত্রী . আব্দুর রাজ্জাক ভোলাকে দিনের রিমান্ডে মির্জাপুর থানায় আনা হয়েছে।  শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়। মির্জাপুরের গোড়াইতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কলেজ ছাত্র ইমন নিহত হন। ওই মামলার প্রধান আসামী করা হয় সাবেক মন্ত্রী . আব্দুর রাজ্জাককে। এই মামলায় তাকে রিমান্ড আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, গত আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দুস্কৃতকারীরা হাইওয়ে থানায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ করে। সময় গোপালপুর উপজেলার হিমনগর গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র ইমন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী . আব্দুর রাজ্জাককে প্রধান আসামী করা হয়।

গত ১৪ অক্টোবর  মহানগর গোয়েন্দা পুলিশ . আব্দুর রাজ্জাককে ঢাকায় গ্রেপ্তার করে। ১১ নবেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন সাবেক মন্ত্রী . আব্দুর রাজ্জাককে দিনের রিমান্ডে আনার সত্যতা স্বীকার করেছেন।  

×