ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

বিধবা অমিছা টিউমার অপারেশনের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজ

স্টাফ রির্পোটার, নীলফামারী

প্রকাশিত: ২০:১২, ১৫ নভেম্বর ২০২৪

বিধবা অমিছা টিউমার অপারেশনের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজ

মুখমন্ডলের কানের কাছে বড় ধরনের এক টিউমারের ব্যথা নিয়ে দিনাতিপাত করছেন নীলফামারীর সৈয়দপুরের অসহায়, বিধবা অমিছা বেওয়া(৬৫)টিউমার অপারেশনের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন কিন্তু প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন এই অসহায় বিধবা

উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট খাঁনপাড়ার মৃত. সাহাজ উদ্দিনের স্ত্রী  অমিছা বেওয়া (৬৫) অমিছার স্বামী সাহাজ উদ্দিন প্রায় ১৫/১৬ বছর আগে মারা যান মৃত্যুকালে তিনি কোন সহায় সম্পদ রেখে যাননি ফলে বর্তমানে বিধবা অমিছা বেওয়া অন্যেও বাড়িতে ঝিয়ের কাজকর্ম করে আসছিলেন

কিন্তু বর্তমানে বয়স অসুস্থার কারণে  আর কোন কাজকর্ম করতে পারেন না বাধ্য হয়ে এখন অনেকটাই মানুষের কাছে হাত পেতে চেয়ে নিয়ে অনেক কষ্টে দিনযাপন করে আসছেন এর মধ্যে বিধবা অমিছা বেওয়ার ডান কানের নিচে প্রথমে একটি ছোট আকৃতির টিউমার দেখা দেয় পরবর্তীতে সেটি আস্তে আস্তে  বড় হতে থাকে গ্রাম্য চিকিৎসকের কাছে অনেক চিকিৎসা নিয়েও সেটি ভাল হয়নি

বর্তমানে চিকিৎসা করতে না পেরে দিন দিন  সেটির আকৃতি আরো বেড়ে যাচ্ছে এতে করে অসহ্য যন্ত্রণা পোহাচ্ছেন অসহায় বিধবা অমিছা বেওয়া সম্প্রতি তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ হেড-নেক সার্জন ডা. . এইচ. এম রশিদ- মাহবুবের কাছে চিকিৎসা নেন

তিনি (ডা.) অমিছা বেওয়াকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে টিউমারটি অপারেশনের পরামর্শ দেন আর এতে প্রায় এক লাখ টাকার প্রয়োজন কিন্তু অসহায় দুস্থ, বিধবা অমিছা বেওয়ার পক্ষে টিউমারটি অপারেশনের ওই অংকের অর্থ যোগাড় করা একেবারে সম্ভব

আর পরিবারেরও কেউ যে তাঁর টিউমারটি অপারেশনের জন্য ওই পরিমাণ অর্থ যোগান দিবেন তাও সম্ভব নয় অবস্থায় অসহায় বিধবা অমিছা বেওয়া তাঁর টিউমারটি অপারেশন করতে সমাজের সম্পদশালী, দানশীল সহৃদয়বান ব্যক্তিবর্গের আর্থিক সাহায্যে জন্য আবেদন জানিয়েছেন

যোগাযোগঅমিছা বেওয়া, স্বামী : মৃত সাহাজ উদ্দিন,হাজারীহাট-খানপাড়া, উপজেলা: সৈয়দপুর, জেলা: নীলফামারী মোবাইল: ০১৯৫৪-৪০২৬৪৮

×