ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাগুরায় পড়ে আছে ব্রিজ, নেই সংযোগ সড়ক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ১৯:৪২, ১৫ নভেম্বর ২০২৪

মাগুরায় পড়ে আছে ব্রিজ, নেই সংযোগ সড়ক

ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই রাস্তাটি বন্ধ স্থানীয় এলাকাবাসীর দাবির মুখে কোটি ২৬ লাখ টাকা খরচ করে মাগুরা পৌরসভার ইসলামপুর পাড়া নবগঙ্গা নদীর খেয়াঘাটে নির্মাণ করা হয়েছে ৪০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ এলাকাবাসী রাস্তার জন্য জায়গা না দেওয়াতে ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর

স্থানীয় এলাকাবাসী জানান, মাগুরা শহরে পৌরসভার নম্বর ওয়ার্ডের চরপাড়ার মানুষ শহরে আসার মুখে নবগঙ্গা নদীর ওপর তৈরি বাঁশের সাঁকো দিয়ে রাস্তা পার হতো স্কুল-কলেজ, অফিস-আদালত ব্যবসাপ্রতিষ্ঠান সবকিছুই নম্বর ওয়ার্ডে হওয়ায় প্রতিদিন চরপাড়ার প্রায় / হাজার মানুষ সাঁকো দিয়ে পারাপার হতো

সে কারণে তাদের দীর্ঘদিনের দাবি ছিল খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণের জায়গা স্বল্পতা নানা সমস্যার কারণে এটি সম্ভব হচ্ছিল না কিন্তু এলাকার মানুষের দাবির মুখে  ২০২০ সালে কোটি ২৬ লাখ টাকার ৪০ মিটার আরসিসি গার্ডার ব্রিজের কাজ শুরু করেন

২০২৩ সালের নভেম্বর ব্রিজটির উদ্বোধন করা হয় কিন্তু সংযোগ সড়কের জন্য জায়গা এলাকাবাসী না ছাড়ায় ব্রিজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে বারবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো কাজ হয়নি

মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী জানান, ব্রিজ নির্মাণের জন্য নদীর দুইপাশে সরকারি জায়গা থাকায় জমি অধিগ্রহণের বিষয়টি উল্লেখ করা হয় নাই এখন ব্রিজ নির্মাণ করার পর স্থানীয়রা সরকারি জায়গাকে তাদের জায়গা দাবি করে পথ ছাড়তে চাইছে না বিষয়টি সমাধানের জন্য আমরা এলাকাবাসীর সঙ্গে একাধিকবার বসেছি

×