ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

খুলনায় পাটের বস্তার গোডাউনসহ ১০ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ১৯:৪০, ১৫ নভেম্বর ২০২৪

খুলনায় পাটের বস্তার গোডাউনসহ ১০ দোকান পুড়ে ছাই

খুলনায় অগ্নিকান্ডে দুইটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলা সংলগ্ন স্টেশন রোডের বার্মাশীল এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্টেশন রোডের বার্মাশীল এলাকার মেসার্স আহসান উল্লাহ জে জে ট্রেডার্স নামের পাটের বস্তার গোডাউনে আগুন লাগে মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী সাইফুল ইসলামের গোডাউনসহ আরও -৯টি দোকানে ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট

তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে

ব্যবসায়ীরা আরও জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার বৈদ্যুতিক লাইনের অবস্থা খুবই নাজুক মাঝে মাঝে সেখানে স্ফুলিঙ্গ হয়ে আগুন লাগে এর আগে বিষয়ে বিদ্যুৎ বিভাগকে অনেকবার বলা হলেও তারা কর্ণপাত করেননি

এছাড়া কেউ কেউ বলেন, স্টেশন রোড দিয়ে যখন পণ্য বোঝাই করা বড় বড় ট্রাক যায় তখন অনেক সময় বিদ্যুৎলাইন ছিঁড়ে যায় বিষয়ে তারা বিভিন্ন ট্রাক কোম্পানিকে অভিহিত করেছে কিন্তু তারপরেও একইভাবে বোঝাইকৃত ট্রাক এবং কার্গো চলাচল করে থেকেও আগুনে সূত্রপাত হতে পারে বলে দাবি করেন অনেকে

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে কি কারণে আগুনের সূত্রপাত এবং কত টাকার ক্ষতি হয়েছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে

×