ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

দেড় যুগ পর বাগেরহাটে জামায়াতের সভা

শহীদদের রক্তের ঋণ শোধে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে  হবে: মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৮:২৩, ১৫ নভেম্বর ২০২৪

শহীদদের রক্তের ঋণ শোধে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে  হবে:  মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলাশীর সেক্রেটারী জেলারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেছেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে  হবে। এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হবে । যারা দেশের আলেম-ওলামাদের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য  রেখেছেন। যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোষর ছিল, তাদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না। 

দেড় যুগ পর শুক্রবার (১৫ নভেম্বর) সকালে প্রকাশ্যে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে দলের একথা বলেন। বাগেরহাট খানজাহান আলী আলীম মাদ্রাসা মাঠে নতুন জেলা আমীরের শপথ ও দলীয় সদস্য সম্মেলনে তিনি আরও বলেন, আমলাদের মধ্যে সাড়ে সাত লাক ফ্যাসিবাদের দোসর রয়েছে। সকল দলের ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদের হঠাতে হবে।বাগেরহাট জেলা জামায়াতের আমীর রেজাউল করিমের সভাপতিত্বে সদস্য সম্মেলনে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় সাংগঠনিক  সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল  খালেক, সহকারী আঞ্চলিক পরিচালক খুলনা মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ  মশিউর রহমান,বাগেরহাট জেলা জামায়াতে নায়েবে আমির   অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামাতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন। জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলীম, মনজুরুল হকের হাত প্রমুখ।

রাজু

×