গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য মনিরুর রশিদের বিরুদ্ধে অবৈধ ভাবে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে। আজ শুক্রবার ১৫/১১/২০২৪ইং ভোর রাতে ১০/১২ জন লোক নিয়ে রাতা-রাতি সরকারি জায়গা দখল ও রোপণ কৃত ফুল ও কাঠের গাছ উপড়ে ফেলে টিন ও কাঠ দিয়ে দখলে নেয়।জয়নগর বাজারের পাহারাদার ঘটনা জানতে পেরে মহেশপুর ইউনিয়ন তহশিলদার আয়ুব আলী মোল্লাকে জানালে তিনি তাৎক্ষণিক কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি থানার ওসিকে অবগত করেন। কাশিয়ানী থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে আসলে দখলবাজরা পালিয়ে যায়।মহেশপুর ইউনিয়ন তহশিলদার আয়ুব আলী মোল্লা আর বলেন আমি অত্র ইউনিয়নে তহশিলার হিসেবে যোগ দান করার পর থেকে উক্ত সরকারি জায়গা অবৈধ দখলের পায়তারা করে আসছিল স্থানীয় কতিপয় ব্যাক্তি ।দখলের তথ্য জানার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি কে অবগত করি। সরকারী সম্পত্তি রক্ষার্থে মাননীয় জেলা প্রশাসকের নামে জায়গাটি বেড়া ও সাইনবোর্ড টানিয়ে দিই।গতকাল রাতে সাবেক সেনাসদস্য মামুনুর রশিদ রাত ১২ টার পর লোকজন নিয়ে বেড়া ও রোপনকৃত ফুল ও কাঠের গাছ উপড়ে ফেলে টিন ও কাঠ দিয়ে জোরপূর্বক দখলে নেয়।সম্পুর্ন ঘটনাটি ইউএন ও মহোদয়কে জানালে আজ সকালে নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত ও সহকারী কমিশনার ভুমি মুন-মুন পাল ঘটনাস্থল পরিদর্শন ও তাৎক্ষণিক অবৈধ দখলে নেওয়া সরকারি জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং উদ্ধারকৃত জায়গায় বেড়া ও গাছ লাগানোর নির্দেশ দেন এবং পরবর্তীতে উদ্ধারকৃত জায়গা কেউ দখলে নেয়ার চেষ্টা করলে আইন কত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। অবৈধ দখলকারী সাবেক সেনা সদস্য মামুনুর রশিদকে মোবাইল ফোনে চেষ্টা করা হলে তিনি বলেন গোপালগঞ্জ জেলা পরিষদের জায়গা আমি বরাদ্দ পেয়েছি, আমার নামে বরাদ্দকৃত ৩ শতাংশ জায়গায় আমি ঘর তুলেছিলাম, আরাফার জানতে পারলাম কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার তৈরিকৃত ঘরটি উচ্ছেদ করেছেন, আমি এ ব্যাপারে আদালত যে সিদ্ধান্ত দিবে সেটা মেনে নেব।