ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

দৌলতপুরে

সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল সহ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ১৭:১৪, ১৫ নভেম্বর ২০২৪

সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল সহ আটক ৩

কুষ্টিয়ার দৌলতপুরে সেনা অভিযানে আটক।

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল সহ ৩ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৩ জনকে আটক করা হয়। 

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর সোয়া ৬টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় দৌলতপুর বিএনপি’র প্রচার সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসের ছেলে ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি, সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই বিএনপি নেতা নজরুল করিম বিশ্বাসের ছেলে যুবদল নেতা আশরাফুল আলম সোহাগ ও মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশী চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড পিস্তুল ও বন্দুকের গুলি এবং ৯টি ককটেল ও ৪টি ম্যাগাজিন সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি (২৪), পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সোহাগ (৩৫) ও জাহাঙ্গীর আলম (৫৫) কে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে  শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

রাজু

×